সময় যেখানে দাঁড়ায়, মোহনায়

সেখানেই রাত্রি জেগে ওঠে

সমস্ত অমার মাঝে

ধ্বনিসাম্য এলোমেলো হয়ে

নতুন ধ্বনির কাছে দাঁড়ানো সময়

শিহরিত হয়

মিথুন মুদ্রায় দ্রুত রাতের নিঃস্বনে

যদিও নদীর স্রোত একাকার তবু

ঢেউগুলো দুর্বিনীত আঘাতে আঘাত

সময় কি দাঁড়িয়ে ছিল?

নিমিষেই দাঁড়ানো সময়

টুটে গিয়ে মিশে যায় ঘড়ির কাঁটায়

তাহলে সময়…?

চলে যায় নানাভাবে উজানে ভাটায়