দুলাল সরকার
আর কোনো বিষয়ের কাছে নিজেকে সমর্পণ করো
হতে পারে কৃষকের ইচ্ছের কাছে – হতে পারে
সে কোনো প্রবল বৃষ্টি গুচ্ছ গুচ্ছ লতার ভেতর
ধুলামুক্ত নির্মল বায়ুস্তরের কাছে বৃক্ষের প্রশান্তি।
হতে পারে শ্বাসরোধী সীসামুক্ত মানুষের
দীর্ঘশ্বাসহীন নির্মল শূন্যের মধ্যে বহুদূরে
উঁচুতে উঁচুতে আকাশের টলটলায়মান পৃথিবীকে
ঘিরে থাকা অকপট আকাশের বিশুদ্ধ গন্ধের মধ্যে
কোনো পিছুটানহীন পাখি নীলিমার ঐশ্বর্যমাখা
সুদূরতা পরম মুক্তির মতো মনে হয় দীর্ঘ সুন্দর,
হতে পারে সে কোনো বন্ধনমুক্ত স্রোতের আবেগ
সমুদ্রে হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব
এত সুখে থাকা এত সুখে থাকা এতটা
বিশালত্বের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা
বিশাল মৌনের মধ্যে পাহাড়ের প্রাকৃতিক
অবয়বের মধ্যে যে নিঃসীম অতলতা
তুমি কি তা চেন, তুমি কি তা চেন?