ললাটের কী বা দোষ
লিখতে হবে ওইখানে সব!
আশপাশে জায়গা অনেক
যা ইচ্ছে, যেমন খুশি ঘাসের ওপর
কিছুটা আলো ও কুয়াশামাখা আঁধার।
কলমে নামুক শব্দমালা
চিত্তদ্বারে চরণের চিহ্ন এঁকে যার –
মাথা ভর্তি এই সে কপালে
মাথা ভর্তি এই সে কপাল।
সেই-ই তো ভালো,
দুয়ারে দাঁড়িয়ে আছে আলো
কপাল ঠুকে যে নেমেছে, ডাকো।
Leave a Reply
You must be logged in to post a comment.