কে কার ক্ষমতা অবধি যায়
কে ভেজায় পুরুষদণ্ডটি, পিছু হটে
স্রোত দৌড়োয় পেছন দরজায়
এমন পেছল পথে হাঁটে পরমাণু
এমন আগলে রাখা গোপন কপাট
সেলাইয়ের শেষে, মুখ টিপে হাসে শল্যকার
লুকোনো করাত ছিল, আর ছিল প্লুত জলে
ভেসে থাকা প্রশ্নগুলি অন্ধকারে তর্জনীর ত্রাস
তহবিল তছরুপের দিনে সমস্ত আকাশ ক্ষৌরি করে
উঠে আসে দলা দলা কফ থুথু কাশ
তারাদের মেঘেদের হাসিতে টানছে ছড়
ছিটকে ছিটকে ওঠে গমকে ও মিড়ে
অদ্ভুত … অদ্ভুত … কত কী-ই না গিলে নিচ্ছে
কত কী-ই না উগড়ে দিচ্ছে, উঁকি দিচ্ছে
জানলায়, হাঁক দিচ্ছে, ডাক দিচ্ছে
হাঁপর টানছে কাক
জমি চিরে চলে গেল লোহার শেকল
হই হো আমিনবাবু ধোঁয়া ফুঁকে পকেট গোছায়
তেলাপাছা কচলায় হাত, তুমি অদ্ভুতই বটে
রোসো রসো বমি লেগে গাছের গুঁড়িতে
মাঝরাতে ঝিক ঝিক, তামাদি ইঞ্জিনের বুকে শোক জাগে
মৃত কামরার যাত্রীরা জেগে ওঠে, সবুজ লণ্ঠন জ্বেলে
সামনে দুলিয়ে দিলো সিগনালম্যান