সমালোচক

‘শূন্য’ এক ফুলের নাম

অথবা ‘মন’ এক ভুলের নাম

এই দুটি স্ত্রীর স্বামী যিনি

তিনি ভেজা বেড়াল, তিনি কবি

চাল নুন আর বাজারের থলে হাতে

এঘর ওঘর করে না-করে

ফুল ও ভুলের নিচে চাপা পড়ে মারা গেলেন

তবুও তার বিপুল অমরত্বের অনুপ্রাস ঘিরে

ব্যর্থতার সংসার, সফল সমাজ

বাড়-বাড়ন্ত দুয়োরানি সুয়োরানির শ্রুতি ও মিথ

আর

আঙিনার চারধারে নেড়ি-কুকুরের জিভ

লালায় ভিজে জবজব – কামুক মুখপঞ্জি

সকল ঘিলুহীন, সহজতা চেটে খায় যে-পাঠক

তারা মহান স্তুতির সেবক, তারা প্রেমিক মানুষ

তথাপি

‘শূন্য ও মন’ এমন সংসার করে চলেন শাসন