দেখা হচ্ছে সকালবিকাল,
সব দেখা বাসি
দুপুরে সন্ধ্যায়।
চোখ ঘুমহীন শীতলতা,
আর
প্রয়োজনস্বাদের অংকউঠোন।
ইচিংবিচিং খেলা
পরিচয় প্রযুক্তির ধাবমান বেলা।
বলেছি কুশলকথা,
কবে যেন আমরা হেসেছি ভাঙনের পাশে?
স্পর্শগুলি প্রতিদ্বন্দ্ব,
সম্পর্কের পর্যটন
অতিথি বহিরাগত,
হৃদয় ত্রিপত্র বালিঘর।
বদলে যেতে যেতে
তুমি কখন ব্যক্তিগত অরণ্যে গেছো?
পরিচয় উপরটপকা,
সম্পর্ক ওষুধ কেনে আজো।
ওপেনটি বায়োস্কোপ
তুমি বিবিয়ানা,
খুলেছি বৈঠকখানা
বাবু আমি
স্প্রিঙে চাবি আঁটা।
মানুষের প্রশ্নে তুমি আকাশ দেখ কেন?
বিবর্তন কি শুধু মেঘের কথা শোনে?
সঙ্গতার রৌদ্রমায়া
ভালোবাসবার কথা
বিনিময়ে
বিনিয়োগে
ক্লান্ত অপভোগ।
ছোট নদী পার হতে যতটা সময়,
মধ্যপর্ব পার না হতেই
সম্পর্কের পুষ্পকোষ
বিবর্তনে গর্ভনাশ ফেনা।
ইচিংবিচিং খেলা
আমরা দুজন প্রযুক্তির বেলা, অবেলা
আর অকস্মাৎধ্বনি।
বিবর্তিত সফল নতুনে
তুমি কি আমাকে চিনবে না?
২৪.০৯.২০২১
Leave a Reply
You must be logged in to post a comment.