সময়ের আয়নায় ১৭-কে আমি ৭১ দেখি

তারিক সুজাত

 

রাষ্ট্র যখন প্রতিদ্বন্দ্বী

কী আর করা!

তসবির দানার বদলে যারা

আমার পূর্বপুরুষের খুলি দিয়ে

জপমালা গেঁথেছিলো

তাদের দাড়ি আর আলখালস্নায়

আকাশ কালো করে

এ-বৈশাখে ফের ঝড় ওঠে!

রুগ্ণ সংবিধানটিকে

যেদিন ধর্মের পোশাক পরানো হলো

সেই মুহূর্তেই নগ্ন হলো

মাতৃ-প্রতিভূ শহিদমিনার,

’৫২-র উৎসভূমি থেকে

প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে

প্রতিবাদী বর্ণমালা!

 

সময়ের আয়নায়

১৭-কে আমি ৭১ দেখি

যারা আমাদের ইতিহাসকে

অ্যাম্বুলেন্সে তুলতে চাচ্ছেন;

দোহাই একটু শুনুন,

সাইরেন বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে

তবু আমরা

একটুও ভীত নই,

ত্রিশলক্ষ শহীদের কবর ফুঁড়ে

প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে

অবিনাশী সেই সুর

‘আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি’

Published :


Comments

Leave a Reply