সর্বনাশা বীজের বিস্তার

মৃণাল বসুচৌধুরী

 

যেখানে পড়েনি রোদ

সেখানেই      ছায়াহীন

তোমাদের শরীরী ভ্রমণ

দূরত্বের

মূল পটভূমি

 

বারোমাস

যেদিকে পড়ে না রোদ

সেদিকেই রক্ত জমে ঘাসের ওপর

আপাতবিরোধী কিছু তথ্য থেকে

দক্ষ মানুষেরা

রঙের প্রকৃতি নিয়ে

কারিগরি বিবাদ ছড়ায়

 

যেখানে থামেনি লোভ

সেখানেই    অশালীন

হিসেবি উড়ান

সেখানেই বিষদাঁত ধারালো গোপন

সেখানেই সর্বনাশা

বীজের বিস্তার