পরাবাস্তবের মাঠ থেকে কিছু দূরে এই সাঁকো,

ধানিজমি, পাখিদের আলাপচারিতা।

তারপর এলনিনোর হঠাৎ আবির্ভাব

চোখের পাতায় নেমে-আসা স্বপ্ন থেকে

জন্ম নেয় ক্লান্তি, অবসাদ

অরণ্যের বাস্তুতন্ত্র লুট হলে

ক্যানভাসে কালো রং বেড়ে যায়

তারপর হাওয়া ওঠে

ভেসে আসে পোড়াকাঠ, অস্থিকলস।

ঋতুপরিবর্তনের পথের দক্ষিণ পাশে

মূর্তিমান এই ঝড় –

স্মৃতিভেজা স্বরলিপি

বটপাতা, বৈঠার আওয়াজ

চৈত্রের বাঁশির সুর

মেলার হইচই, হাসি, গুড়ের বাতাসা

কুড়িয়ে কোথায় চলে গেল!

আমি দেখি, সাঁকোর ওপর দিয়ে

পরিযায়ী পাখিরা উড়ে যায় –