Sakira Parveen

বৃষ্টির মাতলামি
প্রকাশনী : ভাষাচিত্র

সাকিরা পারভীন
জন্ম ২৪ জানুয়ারি ১৯৭৮
Bristir Matlamiকবিতা শাখায় বৃষ্টির মাতলামি গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ২০১৪’ অর্জন করেছেন তরুণ কবি সাকিরা পারভীন। বৃষ্টির মাতলামি সাকিরার অন্তরঙ্গ জীবনের নিপুণ শিল্পভাষ্য। জীবনের নানামাত্রিক সংকট ও সংঘর্ষ, স্বপ্নভঙ্গ আর রিক্ত আশা, বেদনা আর বিষন্নতার স্নিগ্ধ নিনাদ বৃষ্টির মাতলামি। সাকিরার কবিতায় থাকে অন্তরমথিত এক বেদনার সুর, থাকে মর্মকোষ থেকে উঠে আসা ভালো লাগা আর ভালোবাসার কিছু সোনালি-রুপোলি যন্ত্রণাকথা। টানা গদ্যে কি ছন্দোময় পঙ্ক্তিতে নিজের কথা বুনতে সমান স্বচ্ছন্দ সাকিরা। যন্ত্রণা-বেদনা আর শূন্যতাকে কীভাবে শিল্প করে তুলতে হয়, তার প্রাথমিক প্রতিশ্রুতিতে উজ্জ্বল বৃষ্টির মাতলামি। আমরা আশা করব, ভবিষ্যতে এই প্রতিশ্রুতি পূর্ণতা পাবে সাকিরার সৃষ্টিতে।

কবিতা শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, ২০১৪’ লাভ করায় কবি সাকিরা পারভীনকে কালি ও কলমের পক্ষ থেকে অবারিত শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন।

Leave a Reply