সাম্যবাদ

বুঝতে পারি …

কোন কোন শিরায় প্রবাহিত হয় আলো

কোথা দিয়ে ঢোকে বিষ

কারা কারা বাজায় বাঁশি

কোথায় শূন্যস্থান থেকে উঠে আসে শিস!

মনে করো …

গাছ যদি ঝড়কে চোখ রাঙায়

পুকুর যদি ফিরিয়ে দেয় সব ঢিল

রাস্তা যদি উড়িয়ে দেয় সব ধুলো

দরজা ছেড়ে যদি দাঁড়িয়ে থাকে খিল!

এবার তাহলে …

বালিতে মুখ গুঁজে পড়ে থাকার দিন শেষ

গরিবের চামড়াও পাবে সূর্যের আলো অনিঃশেষ …