জাহিদ মুস্তাফা
যে গেছে সে ভালোয়-মন্দে মেশা
সে দিয়েও গেছে নিয়েও গেছে কিছু
মহাকালের মহাজনের
অযুতকালের আয়ুরেখার পিছু।
বছরশেষের হিসাব-নিকাশ, সে এক অন্বেষা
সময়রথের লেনাদেনায় নিত্যকালের নেশা।
যে গেছে সে যাক, মনের খোরাক মেপে
স্মৃতির ভেতর গতির বোরাক চেপে
যাক না সময় চতুর খেলায় জিতে
বিস্মৃতি-দূর অবহেলার গভীরতর শীতে।
টানাপড়েন হিসাব কষে কষে
বেহিসেবের ভয় ছোটে আক্রোশে!
ক্রোধ দূরে থাক, তার বদলে আসুক
সম্ভাবনা জাগিয়ে তোলার সুখ!
হয়তো সে ঘোর মানবিক আক্ষেপে
ছড়িয়ে দেবে ভালোবাসার কৃষি
এই পৃথিবী ব্যেপে।
নতুন নতুন বীজের মতো দূর-বিগত
বছর হয়ে তার
হয়তো ফিরে আসতে হবে
অদেখারে দেখা দিতে অবাক পুনর্বার!