হারিসুল হক
উপরের সিঁড়িটা কোথায়?
জিজ্ঞেস করতে করতে আচম্বিতে আমি এক গৃহপোষ্য
বাদামি বেড়ালের সাক্ষাৎ পেয়ে যাই। উপায়ান্তর না দেখে
আমি ওর পিছু নিয়েছিলাম।
অন্দর থেকে বের হয়ে প্রথমে সে দুলকি চালে
খানিকক্ষণ সোজা হেঁটে – তারপর বাঁ দিকে মোড় নিয়ে
একটা টিলার দিকে এগোতে থাকলো।
আমি লক্ষ করলাম, চলার সময় মাঝেমধ্যে সে
বারবার ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাচ্ছিল।
ও কি আমাকেই ফিরে ফিরে দেখছিল! নাকি আর কিছু?
সামনে এক বুনোপথ। নুড়ি আকীর্ণ। আঁধারিয়া,
সংকীর্ণ, আঁকাবাঁকা, পিচ্ছিল। আমি পা টিপে টিপে
একটু একটু করে সামনের দিকে এগোচ্ছিলাম। আর সে
তার ছোট্ট থাবায় তড়বড় করে উপরে উঠছিল।
ও-ই এখন আমার দিশারি
সে কী চমৎকার উপরে উঠে যাচ্ছে
তর তর … …
হয়তোবা আর খানিকটা এগিয়ে টিলার ওধারে
বয়ে যাওয়া নাতিদীর্ঘ ঝর্ণার জলে পা ডুবিয়ে বসে থাকবে অনেকক্ষণ
আর আমি সিঁড়ি খুঁজতে খুঁজতে … …