আহমেদ বাসার
ওই তো দেখা যাচ্ছে নীল পাহাড়-চূড়া, খুব বেশি
দূরে নয় তবে, ক্লান্ত নদদ্বয় তোমরা সক্রিয় থাকো
আর কিছুক্ষণ, মাথার ওপর সেই বিকট পাথর
বড় বেশি পতনোন্মুখ, দুহাতে রেখেছি ধরে
যদিও অজস্রবার বিশ্বাসঘাতক প্রপঞ্চে পড়েছে
গড়িয়ে এ বিশাল পাহাড়, একের পর অনন্ত শূন্য
দিতে দিতে উঠেছি, নেমেছি আবার
একের আগে অজস্র শূন্য দিতে দিতে
আমি হাঁটছি অবিরাম, কখনো মনে হয় অনন্ত
মৃত্যু ভালো ভারবাহী এই নিয়তির চেয়ে
এবার বোধহয় সমাপ্ত হবে এ নিষ্ফলা খেলা
দারুণ সূর্যের তীব্র দহনে গলে যাচ্ছে দুচোখ
রাত্রির ছায়ায় নামে তুষারের নিদারুণ হিমবাহ
তবু বিরাম নেই, চলেছি অধরা চূড়া অভিমুখে
এবার কিছুতেই বেদনা গড়াতে এ নিরেট পাথরখ-
এই তো আর দুই কদম, এই তো পেরেছি এবার
কিন্তু হায়, একি! আবারো গড়িয়ে পড়ছে পাথর
আবারো নেমে যাচ্ছি পাদদেশে…