সুতীব্র আলোর অর্থ

সুতীব্র আলোর অর্থ অন্ধকারে একা

আলো যদি বিপরীত হয়

সৌন্দর্য শরীর থেকে দূরে সরে যায়

তুমি তো নিজেই আলো

আলোকের ঝর্ণাধারায় তোমার কৌশল

যতই প্রসাদগুণে ইন্দ্রজাল হয়ে

নিজেকে বিকাশ করে ময়ূখে লুকাও

সুতীব্র আলোর মাঝে অন্ধকারে একা

তুমি আলো তুমি আলো

তুমি আলো বিপরীত