সুসময়

অলোক বন্দ্যোপাধ্যায়

 

মাঝে মাঝে সুসময় এসে কড়া নাড়ে

ঘরের দুয়ারে

মাঝে মাঝে বালিহাঁস ভেসে চলে নিঝুম দুপুরে

মাঝে মাঝে মনে হয় ঘাড়ে যে প্রচন্ড ব্যথা

মেরুদন্ডে বরফের হিম

শৈত্যপ্রবাহের সাথে আমাদের ভুল আলিঙ্গন

একদিন প্রশমন বয়ে আনবে এই খর ঊষর শরীরে

 

নারী কি কেবলি স্মৃতি-ইন্দ্রিয় বিলাসমাত্র – রতি সম্মোহন

অথবা অন্তর থেকে ভেসে আসা সেতারের অমোঘ সিম্ফনি

ফরাসি সুরার মতো আচ্ছন্ন হৃদয়ে কবিতার

স্তর পরম্পরা

ঘষা কাচে প্রতিবিম্ব প্রতিসরণের শর্ত মেনে

ক্রমশ অধরা হয়ে ওঠে

চেনা সব অবয়ব হ’য়ে যায় ভীষণ দূরের

অজ্ঞাতসারেই যেন মঞ্চ অন্ধকার হয়, পর্দা নামে

কুশীলব আভূমি প্রণত।