স্বরলিপি বৃষ্টির

বৃষ্টির আনন্দে মাছটির মৃত চোখ নড়েচড়ে ওঠে

আকাশের মগডালে ঝুলে সুবর্ণ সকাল

দেবতা সূর্য পকেটের লুকানো খুচরো পয়সা

ভিখিরি থালায় বেদনা অমূল্য রতন

আকাশ মেঘের মনের ঘর বসতি স্বরলিপি বৃষ্টির

সুর তরঙ্গে যৌবনবতী বালিকা শরীর;

খুঁজি সুখ বৃষ্টি সঙ্গমে তিলোত্তমা লোহিত আগুন

নৌকার গলুই গুরুগম্ভীর ভেসে যায় জলে পাটাতন