আমাকে স্বৈরিণী বললেও বলতে পারো
কারণ গোপন প্রেমের কোনো ইঙ্গিত
দীর্ঘ বিবাহিত জীবনে দিইনি তোমাকে
অগ্নিশপথ মেনে চলতে পারিনি আমি
দুঃখের বিফলতার অপ্রাপ্তির ক্ষতগুলি
ঠিকমতো ভাগ করে নিইনি তোমার সঙ্গে
কেঁদেছি, বলেছি অভিমান করেছি
সবই সেই ছন্দ-ছন্দহীনতার কাছে
আজো যার সঙ্গে দেখা না হলে
টনটন করে বুক
আজো যার আলিঙ্গনের জন্য সহবাসের পরও আমি উন্মুখ
Leave a Reply
You must be logged in to post a comment.