অভিভূত শব্দমালা পাশে
সামনে ভবিতব্য,
রুমঝুম ট্রাম পিছনে –
ওহ! শোক
মুখ থুবড়ে ছিন্নভিন্ন;
স্রোতের মতন শুধু শোকার্ত কবিতা –
শুদ্ধতম হাহুতাশ।
নিরুপায় ঈশ্বরী, দুহাতে
রত্নখচিত সেসব দুঃখিত কৌতুক –
প্রত্যক্ষদর্শীরা এর কিছুই জানে না
দ্যাখে,
শব্দ ও চিত্রের গহন শোকের সভা
বক্তা, নিরীহ ঘাসফুল।
Leave a Reply
You must be logged in to post a comment.