হাঁসকল ২৫

সুহিতা সুলতানা

 

মনের ভেতরে বেজে ওঠে গিটারের কান্না, কমলা

বাগানের পাশ ঘেঁষে যখন লোরকাকে ওরা নিয়ে

যাচ্ছিল সেদিনও সন্দেহ জেগে উঠেছিল স্পেনের

দরোজা-জানালা নিদ্রিত নগরীর রাস্তাজুড়ে। আজো

মানুষের মনের ভেতরে সন্দেহ খেলা করে! জলপাই

বন তছনছ করে যে কহর ছেড়ে শহরের দিকে মুখ

করে শুয়েছিল জীবন অনিশ্চিত জেনেও; তার বাসনা

ছিল কেবল একজন স্বাস্থ্যবতী রমণীকে ভজানো

বিস্ময়করভাবে শীতের কুয়াশাযুক্ত সন্ধ্যায় আমি

আবিষ্কার করলাম নীল রুমালের সৌগন্ধে সেও

দিশেহারা! পুনর্জন্ম হলে কালোও সাদা হতে পারে