আমি অচেনা হয়ে যাচ্ছি
কিংবা প্রজন্ম অচেনা
হাতের আঙুল থেকে খসে পড়ছে নদী
চোখে পাহাড়ের কোনো অর্থ নেই
একটা ঘোড়া
আমি বিস্মিত হয়েছি দেখে গর্তসমূহ!
একটা ঘুঘু সঙ্গী ছাড়া নেমে এসেছে পথে
মাঠে মাঠে সবুজ ডানা
হাইব্রিড
আমি অচেনা হয়ে যাচ্ছি
সময়ে বুঝতে পারিনি আমি
সারমর্ম বীজের!