হার মানি

সাধ ছিল যত, ছিল না সমান সাধ্য।

আরাধ্য বেশিটাই

তাই বাকি র’য়ে গেল।

এলোমেলো কাজ যেখানে যা রেখে যাই

তা নিয়ে বড়াই করিনি, করিনি আমি।

জানে অন্তর্যামী।

প্রাণে ছিল যত ভালবাসা,

ভাষাহীনতায় সব শেষ হয়ে যায়।

হায়, বলি বলি করে বলা যে হ’ল না।

ছলনা সে নয়, নয় ।

কি ভয় আমার গলা চেপে ধরে

বরবাদ ক’রে দিয়েছিল সব

বুঝিনি, বুঝিনি, গর্দভ আমি।

জানে অন্তর্যামী।

আশা ছিল যত মনে-ঢাকা

দুটো পাখা যদি পাওয়া যায়, ভাবে তারা,

সারা আকাশটা সুরে সুরে দেয় ভ’রে।

কি ক’রে সে কথা গেছে পাখিদের কানে।

তারা গানে গানে এমন সুরের আগুন জ্বালিয়ে দেয়

সারা দুনিয়ায়, হার মানি আমি। জানে অন্তর্যামী।