হালনাগাদ

রেজাউল কারীম

শেষ হয়ে যাচ্ছে তোমার লিপস্টিক, মেকআপ

তুমি বরং সেখানে যাও
যেখানে বৃষ্টি হচ্ছে মুষলধারে

বৃষ্টির জলে গড়িয়ে যাচ্ছে অজস্র
লিপস্টিক, মেকআপ
বদলে যাওয়া
মাটির দিন, মাটির রাত

এই ফাঁকে আমি হালনাগাদ করে নিই
জংধরা সমস্ত মুহূর্তগুলো।