হিমকর!
এই হিমেল দিনেও
খোলা প্রান্তরে এসে উপস্থিত হয়েছি,
তোমার রূপমাধুর্যে
সৌন্দর্যমণ্ডিত হবো আমিও!
আমারও জমেছে মেদ ও ক্লেদ!
আলোকশূন্যতা নিয়ে
বড় অসহায় হয়ে আছি!
অঙ্কুরোদ্গমও হচ্ছে না
চারাগাছও বাঁচছে না!
আমাদের গগনতলে
স্নিগ্ধতা ছড়িয়ে দিতে পারো,
তোমার দীপন ও উজ্জ্বলনে!
আমরা তো দীর্ঘস্থায়ী রোগে জর্জরিত!
আমরা তো মৃত্যুজয়ী হতে চাই
তোমার আলোকশক্তিতে,
স্যানিটেরিয়ামে
শস্য-উৎসবে!
Leave a Reply
You must be logged in to post a comment.