হুর

মিজানুর রহমান বেলাল

 

কেউ অরণ্যের কাছে যায় না – অরণ্যই ডাকে সবুজ বুকে

যেখানে দুরন্তপাখিদের সমাবেশ, সবুজ পালকের ফলক

স্থির দাঁড়িয়ে থাকে – কালের আবরণ ও রহস্য নিয়ে।

 

মেঘের ছাউনিঘেরা ঘুড়ি-ওড়া গ্রাম, চোখের দেয়াল

যুবতী বাঁশের খোড়লে ঘুমিয়ে থাকা হীরের জল

সবই আমার একাকিত্ব ধার করা প্রজাপতিজন।

 

যতদূর জানি – অরণ্যে কোনো বেদনার ঘ্রাণ নেই

আছে সবুজের হুর – লজ্জাবতী লতার হাসি

আর বেতফলের বুকপকেটে জোছনার প্রণয়।

 

যদিও অরণ্যে শ্রাবণ স্থাপন করে না ঘাসের কঙ্কাল

বসন্ত পাতে ফাঁদ – চোখের আয়নায় ভেসে ওঠে

অরণ্যই প্রকৃতির প্রাচীন প্রাসাদ।

 

অন্ধ’রা বলে – অরণ্য বহুদূর

তারা জানে না – অরণ্যই প্রকৃতির সবুজ হুর…