হৃদয় শুকিয়ে গেলে

হৃদয় শুকিয়ে গেলে অরণ্যও ন্যাড়া হয়ে যায়;

অক্ষয় মালবেরী থেকে ইমনকল্যাণ

রাতের কম্বলের ওম

বুকের উঠোনের আলপনা

বটের শিকড়ে বাঁধা নাও –

মুহূর্তেই ভেসে যায় সুনামির জলে।

হেমন্তের ডায়েরি ঠোঁটে নিয়ে ইষ্টিকুটুম

যখন কার্নিসে উড়ে এলো

তখনো কাঁদছিল পিপাসার্ত প্রান্তিক পিয়াল।

আর, আমাদের দিনরাত্রি ব্ল্যাকহোলের ভেতর

নতুন তারার জন্ম দেখার আশায়

শেষমেশ দিবাস্বপ্নে মুহ্যমান – ব্যর্থ যজ্ঞের সমিধ।

বহুদূরে মগডালে

ডালভাঙা নীলরোদে গা ডুবিয়ে

নির্বিকার বসে থাকে

কালদর্শী প্রবীণ বায়স –