হাফিজ রশিদ খান
শোনো হে গাঢ় আঁধার
তোমার ভেতর দিয়ে যেতে চাই দূর
প্রাগিতিহাসে আবার
ওখানে আমার স্থিতি ছিল গাঢ়
মাতৃজরায়ুপ্রতিম হৃষ্ট অধিকার ছিল আরো
বেতছড়া পাহাড়ের হে বুনো তমসা
রাখো আমাকে অনার্য ওই করতলে
নাচতে-নাচতে দলে-দলে
আমি তো প্রকৃতপক্ষে তোমাদেরই জমানার লোক
অগ্নিস্নাত আদিমন্ত্রে উদ্বেলিত লেলিহান শেস্নাক
আমাকে জায়গা দাও তোমাদের হৃৎপি–
অন্তহীন কালো সুরমায় সজ্জিত শ্রীচরণারবিন্দে…