অগ্নিঝড়

রহিমা আখতার কল্পনা

 

চিলতে খানিক মুক্ত আকাশ মাথার ওপর চাইছি তাই

দাম শুধেছি আয়ুর দামে –

ঋণের ভারে ডুবতে বসা জীবনতরি বাইছি তাই।

 

বীজ ফোটাবার রোদ মেলে তো ভুঁই মেলে না – পুড়ছে বন

খুঁড়ছি হৃদয় জলভারাতুর

বীজ বুনেছি সময়-মাটির ওমের আশায় – উড়ছে মন।

 

কাল-যমুনায় সাধের ডিঙা সহজগতি চলার নয়

ঝড় বাতাসে শিস কাটে কে –

কে চায় নিতে অমানিশায়, স্বর ফুটে তা বলার নয়।

 

জীবনঘানি টানতে থাকা মানুষ জানে ভয়-বিলাপ

আমিও ঠিক টানছি ঘানি –

তবু আমার চক্রদ– কাটতে হবে কঠিন শাপ।

 

আজো আমার চাই যে আকাশ, শ্বাসের বাতাস অমল চাই

জীবন-কোঠায় রোদ ডেকেছি

শ্যাওলাপড়া ঘাট-ডোবানো বর্ষাজলেই কমল চাই।