অন্ধকার

বিষ্ণুপদ রায়

পৃথিবীটা প্রতিদিন কী এমন
অপরাধ করে বাড়ি ফেরে যে
প্রতি রাতে তুমি তার মুখে
কালি লেপে দাও এমন করে
যে তাকে বারবার রং বদলাতে হয়
আমিও তোমার শরীর ধরে
গিরগিটির মতো
নিচে নামি, গভীরে
উষ্ণায়নের পাতালে
সেখানে কালো আর আলো
সমার্থক বলে মনে হয়
যেখানে ঝঞ্ঝাবিধ্বস্ত সমুদ্রযাত্রায়
নাবিক ঘরে ফেরার স্বপ্ন দেখে
মৃত্যুর সাদা হাত ধরে নোঙর ফেলে
অনন্তলোকে
যেখানে দড়ি-পাকানো গাছের কোটরে
কালরাত্রির লক্ষ্মীপেঁচা
সত্যযুগের গান গায়।

Published :