অন্য মুখোশ

ওমর কায়সার

 

এবার নতুন করে সাজিয়েছি আমার মুখোশ

বোধের অতীত কোনো রঙে

ভিন্ন কোনো ভাবের বিন্যাসে।

এ আমার লুকোচুরি খেলা

নিখিল ব্রহ্মা– একমাত্র আমার আড়াল

তুমি তাকে খুঁজেও পাবে না।

 

মৃত সব নদীর স্রোতরেখা ধরে হেঁটে যাও

মানচিত্রে খুঁজে দেখ

চুম্বনে রক্তিম হয়ে-ওঠা কালো তিল চিহ্নিত হবে না।

 

স্মৃতির অতলে কোনো গান যা কিনা বাতাসে আর তরঙ্গ তোলে না

কোনো কণ্ঠে খুঁজে পাবে তাকে ?

 

আমার প্রকৃত মুখ বহু আগে ঝলসে গেছে

বিভেদে বিবাদে

মমির হূদয়ে নীরবে ঘুমিয়ে থাকা গোপন আগুনে।