অমৃত ফসল

হাবীবুলস্নাহ সিরাজী

 

একবার ম’রে গেলে

কাউকে কেউ আর কিছু হ’য়ে দেখে না

না আসমানের তারা

না দরিয়ার প্রবাল –

 

দুইবার ম’রতে হ’লে

একজন কেউ হয়তো মাটিতে মেশার আগে

একজন কেউ হয়তো ভস্ম হবার আগে

একজন কেউ হয়তো প্রকৃতি-প্রকৃতি ব’লে পিপাসার্ত হবার আগে

আকাশ কি পাতাল খোঁজে

অধিক মরণ!

 

বারবার মরার প্রয়োজনে

সর্বশাস্ত্র সর্বগ্রন্থ

আরো এক ওপারের গল্প বলে :

খুব ভালো হ’য়ে ওঠে মরা

মৃত্যু যেন অমৃত ফসল!