অযথা

সব্যসাচী দেব

 

চাঁদ ডুবে গেলে নীল নক্ষত্রের নিচে

পৃথিবীর রূপকথা শুরম্ন নাকি শেষ!

খাদের কিনারে যদি কিছু ভালোবাসা

লিখে যাই, যদি তার সামান্যই রেশ

নিয়ে তুমি হেঁটে যাও সীমানা ছাড়িয়ে

তোমার অাঁচলে যদি ছায়াপথ থেকে

আলো এসে মুখ রাখে, তুমি ফিরে যাবে

জলের কিনারে শুধু পদচিহ্ন রেখে!

 

রোদ উঠলে মুছে যায় সব জাদুমায়া;

ট্রাফিকের ভিড় বাড়ে, বাসের আওয়াজে

চাপা পড়ে সব কথা বলা বা না বলা।

ধুলো জমে ওঠে ফাঁপা সময়ের ভাঁজে।

 

শুরম্নর আগেই শেষ যত রূপকথা

তোমাকে তবুও ছুঁই। হয়তো অযথা…