অর্ধসত্য

খালিদ আহসান

 

চারদিক দুদ্দাড়, বুনো দস্যুতা সেরে

বুকের কাছে এসে হেরে গেছি

হারিয়ে যাওয়া বাদামি মা’কে মনে পড়ে গেলো।

 

তুমি আমার ৫.২০-এর ট্রেন

অপেক্ষার শেষ হুইসেল বেজে উঠেছে

 

তুমি আমার শেষ বিকেলের রোদ

অল্প শীতে মিষ্টি লাগছে

মিষ্টি লাগছে ভুবন

 

দিগন্তজোড়া চোখ

হা-হা ড্যাব-ড্যাব পলকের ভার

পৃথিবী ছুঁয়েছি সেই প্রথমবার

 

আর কী গন্ধ আছে

সজীব মানুষ আমার

সুন্দরী ও সুখাদ্য তরবারি আমার

পৃথিবী ছুঁয়েছি সেই প্রথমবার

 

পেয়েছি অর্ধসত্য

বাকি অর্ধেক   কুয়াশায় মোড়া,

ধর্মাবতার।