আড়াল সৌন্দর্য

মাহমুদ কামাল

ছন্দকে সরিয়ে কিংবা বের করে দিলে
কবিতাশরীর হয় আড়াল সৌন্দর্য
ধ্বনিসাম্য ব্যতিরেকে অর্থহীন শব্দগুচ্ছ
প্রায়োগিক প্রকৌশলে যতই নিপুণ হোক
অরণ্যসংকুল পথে ঘটে বিড়ম্বনা।
অস্থিতির স্থিতিস্থাপকতা
টুকরো সুতোকে যদি প্রাকৃতদর্শন থেকে
ছন্দের ভেতর বাড়ি স্রোতস্বিনী করে
সংবিৎ প্রত্যয়সহ জীবনের গতি ও প্রগতি
আড়ালকে উড়ালের সাথে
নিয়ে যায় আকাশ-ভ্রমণে

ছন্দহীন শব্দগুচ্ছ আর নয় কবিতা শরীরে।