আড্ডা

কমলেশ দাশগুপ্ত

 

কিছুই তো নয় শুধু অর্থহীন

আলাপের টেবিলে কিছু খুচরো

বিষয়েরা নিয়েছে মুজরো

কেউ তো নেয়নি ভাগ সময়ের ঋণ।

 

কতবার ব্যর্থ শব্দের টেবিলে;

অনান্তরিক হয়তো কেউ কি ছিলে

কবিতার কায়া পিষ্ট নখরে

অপবিত্র করে দিলে।

 

তাই তো জাগেনি একটিও কুঁড়ি

দূষণের আঁচে অংকুর;

নিষ্ফলা কৃষক, ফলনের ছবি

টোকাতেই ভাংচুর।

 

কতদিন গেল অকাতরে,

কত শব্দেরা নিস্পন্দ শব;

সম্পর্কহীন সময়ের তন্ডুলে;

পোড়ে মিথ্যে অবয়ব।