আত্মসমর্পণের খসড়া

প্রবালকুমার বসু

 

জলে ডুবে যাই, জলে ভেসে উঠি, চারপাশে কোলাহলে

কাছে দূরে দেখি ঘর, বাড়ি, পাড় – শব্দেরা ভেসে চলে

 

আমিও ঝাঁপাই শব্দের পিছু, কী নিয়ে লিখব তবে

সময় ফুরোলে কিছু শব্দেরা মানেহীন ঠিকই হবে

 

জলে ডুবে যাই, জলে ভেসে উঠি, জমাবে অভিপ্রায়ে

জল থেকে দেখি শব্দগুলোকে মেয়ে এক লুকোতে চায়

 

তারই কাছে আসি, অনুনয় করি, শব্দ ফেরত চাই

জলে ফেলে দেয় জমানো শব্দ মেয়েটি আচমকাই

 

মেয়েটিকে ছেড়ে ঝাঁপাতে পারি না, শব্দেরা ভেসে চলে

তারপর থেকে মেয়েটিকে রোজ নানান সুকৌশলে

 

হত্যা করছি, লেখার ভাষা যাতে পারি নিতে চিনে

নিয়ত ডুবছি মেয়েটির কাছে অপর্যাপ্ত ঋণে –