আদিম কোরাস

সুজন হাজারী

নদী জলে নেমেও ছোঁবে না জল
একাদিক্রমে পার হবে নদীমাতৃক স্বদেশে
প্রবাহিত জলধারা, এ কেমন প্রতারণা!
জলের প্লাবনে ভাসবে ক্ষেতের ফসল
গরুছাগল সাংসারিক যাবতীয় পণ্যাদি
খড়কুটোসমেত মড়ালাশ।

জনারণ্যের মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে
নিরপেক্ষতার বারুদকাঠি জ্বেলে রেখে
জেদবশে বড় বেশি মূর্খ, ভণ্ড কাপালিক।
নিজেকে ধোয়া তুলসীপাতার আড়ালে
পরিমাপক পারদের তলদেশ ছোঁয়া,
ভনিতাশ্রয়ী নিরেট সাক্ষী গোপাল।

প্রতিভার শিরোপা দাবিদার সন্দেহপ্রবণ
খরদাহে জলহীন নদী সোঁতা,
জ্ঞানপাপী জ্ঞানের বিলাসী বাণিজ্যিক মহাজন।
মানব সমাজে বিস্ময় ফসিলের নামান্তর
ভয়ানক কাপুরুষ।

অসীম দুঃসাহসী আমি অপরাজিত
অমোঘ সত্যের লড়াকু কাণ্ডারি মানবিক
দায়ভারে আল-আমিনখ্যাত নবীজির বিশ্বাসী
গভীর অনুরাগী – মানবিক কল্যাণে
নিরপেক্ষতা ভেকটার্ম বিজ্ঞানের অচল এক পদাবলি।

নান্দনিক আরাধনায় দেবতাসমান প্রিয়
মাটির আয়নায় প্রতিবিম্ব নোবেল বিজয়ী গুন্টার গ্রাস।
আরাধ্য দার্ঢ্যতায় ‘যে কথা বলতে হবে’ বলেন :
নির্ভেজাল দ্ব্যর্থহীন নির্মোহের অভাজন সত্যবান কবি –
সমবেত কণ্ঠে গেয়ে চলেন আদিম কোরাস।