আফসোস

অলোক সেন

 

লোকটা খিঁচিয়ে উঠল –

কেন যে লেখেন? ধ্যাবড়া এরকম মতিচ্ছন্ন রাগ?

 

‘কেন’ – , ওই শব্দটির উৎসমুখ খুঁজতে গিয়ে – আঃ

যমুনার সে কি কুলুকুলু…

 

নৌকা সেই যে ডুবল, কালিদাস

একটুও মুচকি হাসলেন না,

জয়দেবও লুকোলেন না মুখ

চণ্ডীদাস হাসতে হাসতে নেড়ে দিলেন

পঞ্চবি ডাল।

 

বিস্ময় যখন ফাটোফাটো

সন্ন্যাসী লিখলেন কত কী যে

অতলে ঢুকবার আগেই

হে ঈশ্বর! কোথায় যে ছিলে

টেনে খুললে শীতনিদ্রা, প্রেম!

 

সংসার প্রপঞ্চ, মায়া, ভ্রম

ঢ্যাঙা, কটা : সেই ভদ্রলোক

টঙে বসে খুঁজছেন দরজা

এবং গাইছেন, হাতে রইলো না কিছু,

গুনগুন, গুনগুন