আমার নি কেউ আসে

[সেলিম আল দীন স্মরণে]

সাজেদুল আউয়াল

 

কত আর অপেক্ষার ঝুল দু-হাতে সরাব বলো

চোখের শূন্য কোটর থেকে। রাতভর খুলে রাখি

চোখ, পাতি কান দিনমান : আমার নি কেউ আসে;

না, কেউ নেই কোথাও। শুধুই ঝিঁঝির ডাক!

শুধুই পাতা পড়ার শব্দ; মৃত মুখের হাঁ-এর মতো

স্তব্ধতা শুধু সঙ্গী আমার। শুধু পা-ুলিপি ফুঁড়ে

উঠে আসে আনার ভাণ্ডারি! আসে ভেসে মেঘদল

সেনেরখিলের আকাশ পেরিয়ে। ঝরে বৃষ্টি হয়ে।

 

ক্ষয়েছে চামড়ার ছাউনি; হাড়ের ঘরটি শুধু

আছে টিকে। নেই আট কুঠুরি নয় দরোজা আর।

তবু কেন চেয়ে থাকে চোখ; করে কাহার অপেক্ষা?

ভাবে : কেউ নি আসে আমার! আসে না এ-পথে কেউ।

কোথায় বেঁধেছিলাম ঘর? কারা ছিল ইষ্টি ভবে!

রাত বাড়ে মেলে না উত্তর। ভজিলাম কারে তবে?