আমিই তোকে ছুঁতে পারি

আমিও তোকে ছুঁতে পারি,
যেমন করে তুমুল নদী, ফুঁসছে তবু নিরবধি, রাত ঘনালে কূলের ওপর
আলতো করেই ঝাঁপিয়ে পড়ে!

আমিও তোকে ছুঁতে পারি;
যেমন করে নদীর ঢেউয়ে হেই সামালো দামাল নেয়ে বাঁচবে বলেই
স্রোতের ভেতর শেষ প্রহরের বৈঠা নাড়ে!

আমিই তোকে ছুঁতে পারি, যেমন করে কচুর পাতায় বেবাক জলের
টুপটুপানি, তোর সে রাঙা পদ্মখানি ভিজিয়ে দিয়ে হতচ্ছারি আয় দেখে
যা কেমন করে আজো আমি ঝরতে পারি!