আরণ্যক

অনুপম মুখোপাধ্যায়
দুই গাছের ফাঁককে তুই বন বলে জানিস। তোর
চামড়ায় আমি যে-আঁকচিরা কাটি তুই তাকে
আমার কবিতা বলে জানিস। ঘর তৈরি করার আগে
দরজায় ভেঙে পড়ছিলাম। স্বপ্নের মধ্যে অমন
অন্তর্ঘাত থাকেই। ধোঁয়ার মধ্যে অচেনা খবরকে
নতুন মনে হয়। কোথায় সেই শূন্যস্থান যেখানে বসে
আমি তোকে মনের কথা বলব। নিজেকে ধারালো
করতে করতে আমি কি এবার প্রস্তরযুগের কুড়ুল
হবো না কি \