আরাকানবিষয়ক একটি কবিতা

সায়মন স্বপন

 

সীমান্তের দূর-সবুজ গ্রামগুলোতে এখনো কালচে দাগ। বাতাসের ভাঁজে ভাঁজে

পোড়া গন্ধ। নাফ নদের জল পবিত্র করার মিথ্যে মিথ এখনো ঝুলে আছে সামরিক

দরোজায়।

 

যে-ছাড়পত্রে পৃথিবীবিষয়ক ধারণা বদলে যায়, বদলে যায় জীবনের

জ্যামিতিক বিজ্ঞান; সেখানে হয়তো-বা কৃষ্ণপক্ষের মতন সমষ্টিবাচক ধারণার জন্ম

হতে পারে। গড়ে উঠতে পারে আবারো কোনো বিতাড়িত জাতির আঁতুড়ঘর।

 

অথচ, একই অধ্যায়ের অন্য পিঠে সবুজ পাহাড়ের বদলে শরণার্থী-বসতির

ছায়াচিত্র। হাতের মুঠোয় জীবন ও জীবিকার ভাষাহীন বেঁচে থাকা। তাদের মুঠো

খুলে দ্যাখো, চোখের জলছাপ, এখনো জ্বলজ্বল করছে হাতে-গড়া সভ্যতার সঙ্গে।

যে-জীবনের পাতায় পাতায় গেঁথে গেছে ভুল-জীবনের ব্যাখ্যা।

Published :


Comments

Leave a Reply