আশঙ্কা

আসাদ চৌধুরী

 

হকিন্স সায়েব শেষে নিদান দিলেন

‘আর দেরি নয়, ধ্বংস হবে এ পৃথিবী।’

মানুষের কীর্তি, কৃতী, পুঞ্জীভূত ঘৃণা ও প্রণয় –

তাহলে কী থুবি, দিবি? আরো কিছু সঙ্গে নিবি?

মধুর সুরের গান, ফুলের বাগান,

ওষুধ-বিষুদ আর

অনেক স্বাদের মুখ-রোচক আহার …

কিন্তু যুক্তিটা কী? ব্যাখ্যা বা বাখান?

এ সব বলার আগে নিজেই কেমন

পাড়ি দেন পরপারে।

শুধু খারাপ খবর অপেক্ষায়?

এ-ভাবে আয়না ধরে

যুবকের-যুবতীর চোখের তারায়?