আশাবাদ

আরিফ মঈনুদ্দীন

 

লোকায়ত কথা উঠে আসে চারদিক থেকে

কার কথা? কে যে বলে এইসব

বাতাসের রথে চড়ে জিনের বাদশার প্রত্যুদ্গমনে

অদৃশ্য যে-আয়োজন বিরাট জনসভার অদৃশ্য শামিয়ানায়

ঢেকে রাখে জনতার ছায়া – জনতার কায়া

 

সমুদ্রগর্জন মিশে যায় তথাকথিত দাবদাহের স্বরে

কতক্ষণ আর ধরে রাখবে এসব জঞ্জালের ঢেউ

বাঁধভাঙা জোয়ারের মতন আত্মবিশ্বাসী

নির্লিপ্তির কাঁধে চড়ে এমন কি আসিতেছে কেউ?

 

বিনম্র পুঁথিপাঠের আসরে পয়ারে দেখো কত অশ্রম্নজল

ঝরিতেছে মুহূর্ত মুহূর্ত করে দিন মাস

 

কাঙালের পানপাত্র খালি

কথা ছাড়া, সুর ছাড়া কিছু নেই তার কাছে

আছে শুধু শূন্য পাত্র ঝুলি

তারপরও নিরাশ নয় – একদিন উতরে যাবে এইসব নয়ছয়।