উটের প্রহর

হারিসুল হক

 

১. শূন্যমঞ্চ। দর্শকহীন নাটসভা। আমি একা সব আলো জ্বেলে

সেজেছি রাজাধিরাজ; পেছনে ময়ূর-আসন

মস্তকে মণিরত্ন-বিভূষিত দর্পিত উষ্ণীষ চমকায়

 

এরই মধ্যে বিবেকের ত্রস্ত প্রবেশ

 

উলুবনে মুক্তো ছড়াতে এসেছো কে নিখাদ মাতাল?

 

২. নগর সভ্যতার চাপে

ভেঙে গেছে জীবনের চাবি

 

সময় হিমায়িত মাছ

ভোঁতা চোখ

জমে থাকা কালচে-নীল নাভি

 

৩. কপাটে ললাট ঠুকি

ভাবি

মুছে যাবে সময়ের শাপ-সন্তাপ

 

উঠোনে বাঁজা-মোরগ

অকাজে তড়পায়

 

 

 

 

৪. নিথর প্রান্তরে জাগে নির্বিকার

উটের প্রহর

 

কোথায় ভেড়াবো বহর

জন্ম যাবাবর

 

৫. চেনা অবয়ব  বহুকাল চেনা

গোঁফ-দাঁড়ি যেন ঢাকনা

 

যত চাঁছি তবু চিবুকের নিচে

রয়ে যায় কাঁপা ফাতনা

 

৬.  এ জীবন যেন এক তুলট কাগজ

অর্ধেক পাঠযোগ্য বাকি উইকাটা

 

৭.  সে কি ছিল নাচের পুতুল

নাকি ছিল নাচিয়ে পুতুল

 

হায়

দগ্ধ খড়ের ভেতর পড়ে আছি

আমি এক বিবশ ভালুক