উত্তর দ্রাঘিমা থেকে

মৃণাল বসুচৌধুরী

 

কোথাও দাঁড়িয়ে নেই   কেউ

উত্তর দ্রাঘিমা থেকে

উড়ে আসা   সুখ নিয়ে

সকলেই

চলে গেছে নিশ্চিন্ত আড়ালে

ঈপ্সিত আগুনে    পুড়িয়েছে

হেমন্তের রঙমাখা শেষতম চিঠি

স্মৃতির পোশাক

নির্জন জ্যোৎস্নামাখা

মাটির ক্ষমতা নিয়ে

প্রশ্ন তোলে    কেউ কেউ

অচেনা বুকের ওমে

সাজিয়েছে    গোলাপবাগান

কোথাও দাঁড়িয়ে নেই কেউ

তবু   অন্যমনে

কেন যে অস্ফুট স্বরে বলে উঠি,

‘আসছি দাঁড়াও’

কেন যে যাবার জন্য

শব্দহীন

সর্বদা বাড়িয়ে রাখি পা