উদ্ভ্রান্তির ভূত

মাহবুব সাদিক

 

বাতাসে বাতাসে এত আলোড়ন

মৃদু দখিনার অবিরাম মাতামাতি

তবু তোমার হৃদয়ে কেন যে

দুঃসহ উদ্ভ্রান্তি!

সকালের মেঘে বজ্রেরা যদি

ঘন ঘন ড্রাম পেটে

বিদ্যুৎ খেলে রাঙা-বাঁকা তলোয়ার

তবু তার ছায়াতলে

শান্তিরা নাচে-ওড়ে শাদা পায়রারা,

তোমার হৃদয়ে তবু কেন এত

দুঃসহ উদ্ভ্রান্তি!

 

আমি তো দেখেছি তাতার তরুণী

খুদ-কণা খুঁটে তরুণ হৃদয়ে ঢেউ তুলে দোলে

অনিত্যকেই ঈষৎ ভ্রম্নকুটি হেনে

আনন্দে নেচে ওঠে-

পৃথিবীতে তবু কেন যে এতটা অস্ত্রেরা বাজে

ধ্বংসের ঝংকারে?

রাষ্ট্রনেতারা সুখে থাকে তবু

উদ্ভ্রান্তির কোন কেলো ভূত কষে বাসা বাঁধে

তাদের মগজে!