উন্মূল মানুষের গল্প

শেলী সেনগুপ্তা

‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে Ñ ’
শুনেই
বড়বাবা বর্গী তাড়াতে গেলেন,
বর্গীর সাথে তিনিও উৎপাটিত,

’৭১-এ আমাকে মায়ের কোলে রেখে বাবা
স্বাধীনতা আনতে গেলেন,
স্বাধীন দেশে ফিরে আসা বাবার ছিল
অস্তিত্বের সংকট,

সহোদর এখন পরবাসে
লড়ছে নিজের পায়ে,
শেকড়কাটা বৃক্ষের মতো
ওর এখন মূল বলে কিছু নেই,

আমার সন্তানও থাকেনি দুধেভাতে Ñ

তবে কি
ঈশ্বরী পাটনি মিথ্যে ছিল
অথবা তার ঈশ্বরী?

খুব জানতে ইচ্ছে করছে Ñ
বৃক্ষেরও তো শেকড় থাকে,
মানুষই কেন বারবার মূলোৎপাটিত?