উফশীধানে মুড়ি ভাজে বঙ্গললনা

সেলিম মাহমুদ

 

উফশী ধানের ২৮ জাত দিয়ে মুড়ি ভাজে বঙ্গললনা

প্রাইম-টাইমে বিবাহোত্তর রং-তামাশা

বরের আছে হিলিস্ন-দিলিস্নর ভ্রমণ তালিকা

‘মেরে আঙ্গেনে মে তুম হারা কিয়া কাম…’

আমরা ভাই এসব ভাষ্যের নিরীহ দর্শক

 

সময় গড়ায় ‘রাডো’ ঘড়ির কাঁটায়-কাঁটায়

করপোরেট ক্যালেন্ডারের পাতায় পাতায়

 

১১তম দিবসে করাতকলে ফেসিয়াল

১২-তে দুর্ধর্ষ কোনো বনদস্যুর বাহুলগ্না

আর গোলাপ, কাঠগোলাপ দিয়ে প্রতীক্ষেত স্পা

বসনে-ভূষণে কোম্পানি আমলের মডেল থেকে

মিলান লন্ডনের হাল ফ্যাশনের গুগল সার্চ

 

‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’

ফোক মিউজিক, এবা, বনি এমের তালে নিপুণ ক্যাটওয়াক :

কে যায়, কে যায়… মাটির কলসি ফেলে

নিদাঘ দুপুরে চৈত্রের পুকুরে সশরীরে দিতে ডুব

 

তার জন্য রইলো আমার গাঁদাফুল আর তার ঘ্রাণ

 

মিলান কুন্ডেরা মহাশয় যদি জানতেন এমনতর বৃত্তামত্ম

 

সাধে কি আর সাধের লাউ নিয়ে বাংলা মুলুকে

 

কেহ-কেহ বৈরাগী বনে যায়?