এইসব জানা কথা

আসাদ চৌধুরী

 

পথ অফুরান হতে পারে

সৌন্দর্য যেমন

ঘরের প্রদীপ হাত ধরে টান দিলে

ঘরে ফিরতে হয়,

সব পথ ঘরে ফিরে আসে,

রোমে আর কটা যায়?

অথবা সন্ন্যাসী হলো কে, কে,

তবু অনিচ্ছায় থেকে যেতে হয়

 

সূর্য ফিরে ফিরে আসে,

ফিরে ফিরে যায়

লাল দাগ দিগন্ত রেখায়,

সোনা ও রুপার বেড়ি

মানুষের খায়

মানুষেরে খায়।

কিছুই থাকে না,

নিত্যসঙ্গী তার ছায়া

কোথায় মিলায়?